On the day of Mahalaya,Grand march of junior doctors to protest against RG Kar case
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের ডাকা মহাসমাবেশে হাঁটলেন অভিনেত্রী উষষী চক্রবর্তী। আগে থেকেই নির্ধারিত রুট অনুযায়ী কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু হয় দুপুর দুটো নাগাদ। কাতারে কাতারে সাধারণ মানুষও এই মিছিলে পা মেলান মহালয়ার সকালে, আরজি করে নির্যাতিতার খুন এবং ধর্ষণের বিচার চেয়ে। দেড় মাস পেরিয়ে গেলেও এখনও সিবিআই তদন্তে তেমন কেউই ধরা পড়েনি। এতদিন রাজ্য সরকারের বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের দাবি থাকলেও মিছিল থেকে বারবার শোনা গেল, সিবিআইয়ের কাছে বিচার পাওয়ার স্লোগান। আর কত সময় সিবিআইয়ের লাগবে নির্যাতিতাকে বিচার এনে দিতে, সেই প্রশ্নই তোলেন জুনিয়র চিকিৎসকরা। উষষীও জানান, মহালয়া মানে দেবীপক্ষের সুচনায় অসুরের দমন। বাংলাতে অসুররা আশে পাশে ঘুরে বেড়াচ্ছে, তাই এবছর দুর্গাপুজোয় উৎসব এবং প্রতিবাদ একসঙ্গেই চলুক।