Police team at Tala police station OC Abhijit Mandal’s house
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: টালা থানার ওসি অভিজিৎ মন্ডলের বাড়িতে পুলিশ আধিকারিকেরা। সার্ভেপার্ক থানার অন্তর্গত ২১/৩ সেকেন্ড স্ট্রিটে দেবযানী ইনক্লেভ বহুতলেই থাকেন অভিজিৎ মন্ডল ও তাঁর পরিবার।
সোমবার দুপুরে তার বাড়িতে পৌঁছায় অতিরিক্ত পুলিশ কমিশনার (চতুর্থ) ভি সলোমান নিশা কুমার, ডেপুটি কমিশনার অফ পুলিশ (ইস্ট ডিভিশন) আরিশ বিলাল, ডেপুটি কমিশনার (এসএসডি) বিদিশা কলিথা ।
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনায় শনিবার গ্রেফতার করা হয় টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল-কে। এই প্রথম সিবিআই-এর হাতে গ্রেফতারির ঘটনা ঘটে। ষড়যন্ত্র, প্রমাণ লোপাট, এফআইআর করায় বিলম্বের অভিযোগে গ্রেফতার অভিজিৎ মণ্ডল। তাঁকে গ্রেফতার করে স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরজি কর কাণ্ডের পরে অপসারিত করা হয় টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রমাণ লোপাট, এফআইআর করায় বিলম্বের অভিযোগ রয়েছে।