IMA Calcutta branch vice president resigns over RG Kar case
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আইএমএর কাজে অখুশি হয়ে এবার কলকাতা শাখার সহ সভাপতি পদ ছাড়লেন কৌশিক দাস। আরজি কর কাণ্ডের আবহে আপাতত রাজ্য় কিছুটা শান্ত হচ্ছে। জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ দেওয়ায় রাজ্য জুড়ে লাগাতার যে প্রতিবাদের পরিস্থিতি তৈরি হয়েছিল আপাতত তা কিছুটা শিথিল হয়েছে। এই আবহেই এবার আইএমএর কাজে অসন্তোষ প্রকাশ করে পদ ছাড়লেন কৌশিক দাস। তিনি জানিয়েছেন, সহসভাপতি পদের দায়িত্ব থাকার কারণে তিনিও আইএমএর নিষ্ক্রিয়তার দায় এড়াতে পারেননা। আরজি কর কাণ্ডের গ্রেফতার হওয়ার সন্দীপ ঘোষ এই আইএমএর কলকাতা শাখার সদস্য ছিলেন। কিন্তু দিল্লি থেকে নির্দেশ আসার আগে তাঁকে সড়ানো হয়নি। এক্ষেত্রে আইএমএও বিশেষ গোষ্ঠির শাখায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করে তিনি পদত্যাগ করেছেন।