I am innocent, claims Sanjay Rai after seeing the charge sheet
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সিবিআইয়ের দেওয়া চার্জশিট দেখে এবার বড় দাবি করলেন আরজি কর কাণ্ডে খুন এবং ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রাই। আদালতে তাঁকে এদিন পেশ করা হয়েছিল। সেখানেই তাঁকে চার্জশিট দেওয়া হয়। এরপর তিনি জানান, খুন এবং ধর্ষণের ঘটনায় তিনি দোষি নন। তিনি আদতে নির্দোষ। কিন্তু তাঁকে নাকি কথা বলতে দেওয়া হচ্ছে না। এরপরই শোরগোল শুরু হয়ে গেছে, তাহলে কি তিনি সত্যি আরজি করের ভিতরে হওয়া আরও অনেক কিছু সম্পর্কে জানেন। পাশাপাশি সত্যিই তিনি একা এই ঘটনায় জড়িত নন, আরও বেশ কয়েকজন বড় মাথাও জড়িত রয়েছে। এটি ছিল সিবিআইয়ের এই তদন্তে প্রথম চার্জশিট। অর্থাৎ এরপরেও তদন্তে আরও দোষিদের নাম চার্জশিটে দেওয়া হতে পারে।