Former OC of Tala police station, ill. Admitted to Presidency Jail Hospital.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: অসুস্থ টালা থানার প্রাক্তন ওসি। ভর্তি প্রেসিডেন্সি জেলের হাসপাতালে। সূত্রের দাবি, বুধবার শিয়ালদহ আদালত থেকে ফেরার পর থেকেই বুকে ব্যথা হচ্ছিল অভিজিৎ মণ্ডল। রাতেই হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি।
আদালত থেকে জেলে ফেরার জন্য প্রিজ়ন ভ্যানে ওঠার সময়েই হোঁচট খেয়ে পড়ে যান তিনি। এক পুলিশকর্মী তাঁকে সাহায্যের জন্য এগিয়ে আসেন।অসুস্থ বোধ করায় অভিজিৎকে দ্রুত প্রেসিডেন্সি জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই ভর্তি রয়েছেন তিনি।
বুধবার শিয়ালদহ আদালতে হাজির করানো হয়েছিল অভিজিৎ এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। আরজি করের ধর্ষণ ও খুনের মামলায় তাঁদের আদালতে হাজির করানো হয়েছিল। তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা, এফআইআর দেরিতে রুজু করা-সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।সন্দীপ-অভিজিৎ— দু’জনেরই জামিনের আর্জি খারিজ করে দেয় আদালত। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দু’জনকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। অনুমতি মিললে তাঁদের নার্কো এবং পলিগ্রাফ পরীক্ষাও করানো হবে বলে সিবিআই সূত্রে খবর।