Raiganj MLA Krishna Kalyani will resign if the young doctor of RG death case does not get justice.
রাজ্য
মুনমুন রায় প্রতিনিধি: আর জি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তপ্ত বাংলা। শুধু বাংলাই নয়, এই ঘটনায় বিক্ষোভের আগুন জ্বলছে সারা দেশে। বাংলার দিকে দিকে জ্বলছে বিক্ষোভের আগুন। এই ঘটনায় তোলপাড় হচ্ছে রাজ্য। আর এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলও নেমে পড়েছে ময়দানে। এই নিয়ে চাপ বাড়ছে শাসক দল তৃণমূলের মধ্যেই। এবার এই ঘটনাকে কেন্দ্র করে মুখ খুললেন তৃণমূলের সদ্য নির্বাচিত বিধায়ক কৃষ্ণ কল্যাণী, সুবিচার না পেলে বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন তিঁনি। পাশাপাশি সোশাল মিডিয়ায় নিশানা করলেন বিরোধীদের।
আর জি করে তরুণী চিকিৎসককে হত্যা ও খুনের ঘটনায় সরব সবমহল। রহস্যভেদে তদন্ত চালাচ্ছে সিবিআই। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তভার হাতে নেওয়ার পর এতগুলো দিন পেরিয়ে গেলেও এখনও গ্রেপ্তার করা হয়নি কাউকে। ফলে এখনও পর্যন্ত নারকীয় হত্যাকাণ্ডে গ্রেপ্তার ১ জনই। এই পরিস্থিতিতে এবার সুবিচারের দাবিতে সোশাল মিডিয়ায় সরব হলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। লিখলেন, “আর জি কর ইস্যুতে বিচার যদি না হয় আমি দায়িত্ব নিয়ে বলছি ইস্তফা দেব।” এছাড়াও তিঁনি সুবিচারের নামে অশান্তি পাকানোর চেষ্টা করার অভিযোগও তোলেন বিরোধীদের বিরুদ্ধে।