The late traffic sergeant’s wife is returning to the state government job
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: রাজ্য সরকারের দেওয়া চাকরি ফেরানোর সিদ্ধান্ত নিলেন প্রয়াত কলকাতা পুলিশের সার্জেন্ট সৌরভ দত্তের স্ত্রী ঝর্ণা দত্ত। কয়েকদিন আগেই কলকাতা পুলিশে কর্মরত সৌরভ দত্তের রহস্যজনকভাবে মৃত্যু হয়। এরপরই তাঁর স্ত্রী পেশায় কবি ঝর্ণা দত্তকে চাকরি দেওয়ার ঘোষণা করা হয় রাজ্য সরকারের তরফ থেকে। কিন্তু তিনি জানিয়ে দিলেন আরজি কর কাণ্ডের আবহে সেই চাকরি তিনি গ্রহণ করবেন না। আগে বলেছিলেন মেয়ে স্নিগধা দত্ত বড় হলে চাকরি পেতে পারেন, কিন্তু প্রয়াত কলকাতা পুলিশের সার্জেন্ট সৌরভ দত্তের স্ত্রী জানিয়ে দিলেন তাঁর মেয়েও সেই চাকরি নেবেন না। তাঁর কথায়, নীতি আদর্শ সব ভুলে গিয়ে আরজি কর কাণ্ডের পর তিনি আর চাননা মেয়েকে কলকাতা পুলিশে চাকরি করতে পাঠাতে। সেই কারণেই এমন সিদ্ধান্ত নিলেন তিনি।