Abhishek Banerjee’s appeal was rejected by the Supreme Court
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ড নিয়ে উত্তাল বাংলা। এরই মাঝে বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে
নিয়োগ দুর্নীতিতে আগেই নাম জড়িয়েছে অভিষেকের। আগে বহুবার তাকে তলব করে জিজ্ঞাসাবাদও করা হয়। সম্প্রতি এই মামলায় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিষেক ও রুজিরাকে তলব করেছিল দিল্লিতে। ইডি তলবকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েতবে সুরাহা হল না। অভিষেকের বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আর্জি ছিল ইডি দিল্লিতে কেন তাদের তলব করেছে। যাতে কলকাতায় তলব করা হয় সেই আর্জি জানানো হয়েছিল।
অন্যদিকে ইডির দাবি, নিরাপত্তার কারণে তাদের কলকাতায় ডেকে জিজ্ঞাসাবাদ করার বদলে দিল্লিতে তলব করা হয়েছিল। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা ত্রিবেদী এবং সতীশচন্দ্র শর্মার বেঞ্চে অভিষেক মামলা ওঠে। যদিও সবদিক বিবেচনা করে অভিষেকেরআর্জি খারিজ করে দিয়েছে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী ১৩ সেপ্টেম্বর রায় ঘোষণা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।