Shantanu Banerjee got bail on a personal bond of Rs 10 lakh.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: এবার নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেল আরও এক। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন পেলেন হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দোপাধ্যায়। দশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তিনি জামিন পেয়েছেন। তবে ইডি মামলায় জামিন পেলেও সিবিআই-এর মামলায় তিনি জামিন পাননি, তাই এখনই জেল মুক্তির সম্ভাবনা নেই। এদিকে পাসপোর্ট জমা রাখার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। নিম্ন আদেলতের একতিয়ার ভুক্ত এলাকাতেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন শান্তনুকে শর্তসাপেক্ষে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি শুভ্রা ঘোষের একক বেঞ্চ।২০২৩-এর ১০ মার্চ নিয়োগ দুর্নীতি মামলায় হুগলির প্রাক্তন তৃণমূল যুব নেতা শান্তনুকে গ্রেফতার করেছিল ইডি। নিয়োগ দুর্নীতি মামলারই এক অভিযুক্ত তাপস মণ্ডলের বক্তব্য থেকেই শুরুতে কুন্তল ঘোষ ও পরে শান্তনুর নাম উঠে এসেছিল। তাপসের কথা অনুযায়ী, এই দুই প্রাক্তন তৃণমূল নেতাই নিয়োগ দুর্নীতি চক্রের অন্যতম মাথা।