Real Madrid’s embarrassing defeat in the Champions League
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে লজ্জার হার রিয়াল মাদ্রিদের। অবাক কাণ্ড ঘটালেন বেলিংহ্যাম, এনদ্রিকসরা। ফ্রান্সের মাঠে লিগে অলিম্পিয়াকোস লিলির বিপক্ষে ০-১ গোলে হেরে গেল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন দলের এমন পারফরমেন্স কিছুটা হতবাকই করেছে সমর্থকদের। কারণ এই ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল রিয়াল। প্রথমার্ধে কিলিয়ান এমবাপেকে মাঠে নামাননি রিয়াল কোচ। দ্বিতীয়ার্ধে এমবাপে যখন নামলেন ততক্ষণে ডেভিডের গোলে পিছিয়ে পড়েছে রিয়াল। ৪৫ মিনিটের বেশি সুযোগ পেলেও সেই গোল আর পরিশোধ করতে পারেনি রিয়াল মাদ্রিদ। ফলে হেরেই মাঠ ছাড়তে হয় রুডিগার, কামাভিঙ্গাদের। পেনাল্টি থেকে গোলটি করেন লিলির স্ট্রাইকার ডেভিড।