Unprecedented victory of Real Madrid in the Champions League
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিনয়স লিগের ম্যাচে দুরন্ত জয় পেল রিয়াল মাদ্রিদ। ৫-২ গোলে তাঁরা হারিয়ে দিল বরুশিয়া ডর্টমুন্ডকে। ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসায়াস জুনিয়র করলেন দুরন্ত হ্যাটট্রিক। তবে মজার বিষয় হল, ঘরের মাঠে প্রথমার্ধে ০-২ গোলে পিছিয়ে ছিল রিয়াল। ৩০ মিনিটে ডোনেল মালেন এবং ৩৪ মিনিটে জেমি গিটেন গোল করে এগিয়ে দেয় বরুশিয়াকে। ৬০ মিনিটে রিয়ালের হয়ে ব্যবধান কমান অ্যান্তোনিও রুডিগার। ৬২,৮৬ ও ম্যাচের সংযুক্তি সময় মোট তিনটি গোল করেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। সেই সুবাদেই তাঁর দল ম্যাচ থেকে জয় তুলে নেয়। অবশ্য ৮৩ মিনিটে লুকাস ভাজকুয়েজও একটি গোল করেন। স্রেফ দ্বিতীয়ার্ধে গা ঝাড়া দিয়েই রিলায় বুঝিয়ে দিল কেন তাঁরা চ্যাম্পিয়নস লিগের দাবিদার।