Royal Challengers Bangalore and Sunrisers Hyderabad meet in IPL on Monday
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: সোমবার আইপিএলে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ। ঘরের মাঠে ম্যাচ খেলবে বিরাট কোহলির দল। এখনো পর্যন্ত ৬টি ম্যাচে মাত্র একটিতে জিতেছে বেঙ্গালুরু। ফলে এই ম্যাচ অন্তত সম্মানের খাতিরেই জিততে চাইবে আরসিবি। দলে সেরম কোনো বোলার নেই যে একার দমে ম্যাচ জেতাতে পারে। ১৭০+ রান করলেও বোলাররা লড়াই দিতে পারছে না। রিস টোপলি, আলজারী জোসেফকে দেখা হলেও কেউই তারা পারফর্ম করতে পারছে না। যা অবস্থা তাতে টানা ব্যর্থ ম্যাক্সওয়েলকে বোলার হিসেবে খেলাতে হচ্ছে। কারণ তিনি এবারের আইপিএলে আরসিবির হয়ে বোলিংটা সামলে দিচ্ছেন। এদিকে ৫ ম্যাচে ৩ টিতেই জিতেছে প্যাট কামিন্সের হায়দরাবাদ। প্রথম ম্যাচ হারের পর দলের ক্রিকেটাররা নিয়মিত পারফরম্যান্স করছে। আরসিবির এই বোলিং লাইন আপের বিপক্ষে ট্রাভিস হেড, অভিষেক শর্মারা কেমন ওপেন করে তার ওপর নির্ভর করবে ম্যাচের ভবিষ্যৎ। একজন দেখার সম্মান রক্ষার ম্যাচে নিজামের শহরের দলের বিরুদ্ধে রুখে দাঁড়ায় আরসিবির কোন ক্রিকেটার। ম্যাচ শেষে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কোন দল, নজর থাকবে সেদিকেই।