November 6, 2024 11:06 am

২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

November 6, 2024 11:06 am

২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

Ration: চলতি সপ্তাহে বাংলায় বাড়তে চলেছে রেশনের খাদ্য সামগ্রী।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Ration food items are going to increase in Bengal this week.

রাজ্য

নিজস্ব সংবাদদাতা :এবার পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দফতরের তরফ থেকে রেশন গ্রাহকদের উদ্দেশ্যে বড় ঘোষণা করা হল। আগস্ট মাসে কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত রেশন সামগ্রী পাওয়া যাবে বলে জানানো হয়েছে। কার্ডের শ্রেণী বিভাগ হিসেবে কোন কার্ডে কত খাদ্য সামগ্রী পাবেন সেটা পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দফতরের তরফ থেকে রেজিস্টার্ড মোবাইল নম্বরে পাঠিয়ে দেওয়া হবে।

যে সকল উপভোক্তার PHH এবং SPHH রেশন কার্ড রয়েছে তাঁরা এই মাসে মাথাপিছু ৩ কেজি করে চাল, ২ কেজি গম কিংবা ১ কেজি ৯০০ গ্রাম আটা ফ্রি-তে পাবেন। যে সকল গ্রাহকের RKSY I রেশন কার্ড রয়েছে তাঁরা চলতি মাসে ফ্রি-তে মাথাপিছু ৫ কেজি করে চাল পাবেন। অন্যদিকে যে সকল উপভোক্তার RKSY II কার্ড রয়েছে তাঁরা ২ কেজি করে চাল পাবেন। AAY রেশন কার্ডের গ্রাহকরা চলতি মাসে ২১ কেজি চাল, ১৪ কেজি গম কিংবা ১৩ কেজি ৩০০ গ্রাম আটা ফ্রি-তে পাবেন। সেই সঙ্গেই ১ কেজি চিনিও পাবেন এই কার্ডের গ্রাহকরা।

এছাড়াও রাজ্য সরকারের, বাংলার নির্দিষ্ট কিছু এলাকার জন্য বেশ কিছু প্রকল্প রয়েছে। ওই সকল এলাকার মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। যেমন- সিঙ্গুর, জঙ্গলমহল, চা বাগান, আয়লা বিধ্বস্ত এলাকা প্রভৃতি। চলতি মাসে এমন বেশ কিছু প্রকল্পের আওতায় বাড়তি রেশন সামগ্রী পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top