On the day of Rath Yatra, a terrible accident happened in Bangladesh, 5 people died due to electrocution, many were injured
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ভারতের মতো বাংলাদেশেও রথযাত্রাকে ঘিরে যথেষ্ট উৎসাহ থাকে ভক্তদের মধ্যে। তবে এবার বাংলাদেশের সেই রথযাত্রাকে কেন্দ্র করে একেবারে ভয়াবহ ঘটনা হয়েছে বলে খবর। বাংলাদেশের বগুড়ায় রথযাত্রার অনুষ্ঠান হচ্ছিল। সেই সময় আচমকাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ৫জন। মৃতদের মধ্যে মহিলা রয়েছেন ৩জন ও পুরুষ রয়েছেন ২জন। জখম অন্তত ৩০। এই ঘটনায় আয়োজকদেরই দুষছে প্রশাসন।বলা হচ্ছে, রথের উচ্চতা কত হবে, তা আগে থেকেই বেঁধে দিয়েছিল প্রশাসন। এ বিষয়ে কড়া সতর্কবার্তাও দেওয়া হয়েছিল। কিন্তু তার পরও কীভাবে উঁচু রথের চূড়ায় এমন দুর্ঘটনা ঘটল? এই প্রশ্ন উঠছে।
বগুড়ায় সেউজবাড়ি ইসকন মন্দির থেকে বিকেল ৫টায় রথযাত্রাটি বের হয়েছিল। পথে পড়ে আমতলা মোড়। সেখানে রথের চূড়াটি রাস্তার উপরে থাকা হাইভোল্টেজ তারের সঙ্গে ঠেকে যায়। এদিকে রথের মাথার কিছুটা অংশ ছিল স্টিলের। সেটার সঙ্গে বিদ্যুতের তারের স্পর্শ হতেই তারে আগুন লেগে যায়। এদিকে তার জেরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে পড়েন। রথেই চেপে ছিলেন তাঁরা। বিদ্যুৎস্পৃষ্ঠ হন তাঁরা। রথ থেকে ছিটকে তাঁরা পড়ে যান। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কয়েকজনকে মৃত বলে ঘোষণা করা হয়। এদিকে এই দুর্ঘটনায় কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানীয় হাসপাাতালে ভর্তি করা হয়েছে।