Rajinikanth admitted to the hospital, the Prime Minister took news about the actor’s health
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: হাসপাতালে রজনীকান্ত। দাবানলের ছড়িয়ে পড়ে এই খবর। উদ্বিগ্ন হয়ে ওঠেন অনুরাগীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও চিন্তায়। সুপারস্টারের স্ত্রী লতাকে ফোন করেছিলেন তিনি। এক্স হ্যান্ডেলের মাধ্যমে এই খবর জানালেন তামিলনাড়ুর বিজেপি প্রধান কে আন্নামালাই।
রুটিন চেকআপের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন দক্ষিণী তারকা রজনীকান্ত ৷ সেখানেই তাঁর হার্টের সমস্যার কথা জানতে পারেন চিকিৎসকরা ৷ থালাইভার হাসপাতালে ভর্তির খবর পেয়ে দ্রুত খোঁজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পয়লা অক্টোবরই তিনি রজনীকান্তের স্ত্রী লতার সঙ্গে ফোনে কথা বলেন ৷ জানা গিয়েছে, অভিনেতার বর্তমান স্বাস্থ্য সংক্রান্ত সবরকম খবর নেন প্রধানমন্ত্রী ৷
অভিনেতাকে ২ থেকে ৩দিন হাসপাতালে ভর্তি থাকতে হবে বলে মঙ্গলবার সন্ধ্যায় মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে। হাসপাতালের তরফে আরও বলা হয়েছে, বর্তমানে অভিনেতার অবস্থা স্থিতিশীল।
কে আন্নামালাই এক্স হ্যান্ডেলে (টুইটার) রজনীকান্ত এবং প্রধানমন্ত্রী মোদির একটি পুরনো ছবি শেয়ার করেন ৷ যেখানে তিনি জানান, প্রধানমন্ত্রী মোদি অভিনেতার দ্রুত সুস্থতার কামনা করেছেন। বিজেপি নেতা ক্যাপশনে লেখেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুপারস্টার রজনীকান্তের স্বাস্থ্যের খোঁজখবর নিতে ফোনে লতা রজনীকান্তের সঙ্গে কথা বলেছেন। অস্ত্রোপচারের পর রজনীকান্তের স্বাস্থ্য সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে ৷