November 6, 2024 9:50 am

২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

November 6, 2024 9:50 am

২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

Rajdhani Express missing person:রাজধানী থেকে নিখোঁজ ব্যক্তি। রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন পরিবারের।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

A missing person from the capital. The family questions about the safety of the railway.

দেশ

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:দেশ জুড়ে রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। সম্প্রতি কাঞ্জনজঙ্গা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে রেলের গাফিলতি উঠে এসেছে কমিশনের রিপোর্টে। এরইমধ্যে দেশের অন্যতম প্রিমিয়াম ট্রেন রাজধানী থেকে নিখোঁজ হয়ে গেল বছর ৪০-এর এক বাসিন্দা। ব্যক্তির পরিবারের তরফে রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। দমদম ক্যান্টমেন্টের বাসিন্দা বছর ৪০-এর মৌসম ঘোষ গত জুন মাসের ২৭ তারিখ রাজধানীতে চেপে দিল্লি থেকে শিয়ালদহ ফিরছিল।

গত ২৮ তারিখ সকালে তার ফিরে আসার কথা কিন্তু তিনি আর ফেরেননি। ওইদিন শিয়ালদহ তাকে আনতে গিয়েছিলেন তার এক বন্ধু। কিন্তু তিনি তাকে খুঁজে পাননি। তার ফোন বেজে যাচ্ছিল কেউ ধরছিলো না। এরপরে আর পি এফ ফোন ধরে বলেন তার ফোন পাওয়া গিয়েছে। এরপরে ওই বন্ধুর তরফে মৌসমের পরিবারের সাথে যোগাযোগ করা হয়। তারা তড়িঘড়ি শিয়ালদহ পৌছায়। সেখানে গিয়ে তাদের চক্ষু চড়ক গাছ। মৌসমের ল্যাগেজ ও মোবাইল থাকলেও মৌসম নিখোঁজ। এরপরে পরিবার শিয়ালদহ জি আর পি-র দারস্থ হলেও কোন নিখোঁজ ডায়েরি নেওয়া হয়নি। পরবর্তীতে দমদম থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।

কিন্তু দিন ১৫ কেটে গেল ওই ব্যক্তির কোন খোঁজ না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত গোটা পরিবার। পরিবারের দাবি, রাজধানীর মত একটি ট্রেন যেখানে প্রতিটা কামড়ায় সিসিটিভি থাকে সেখান থেকে কি করে একজন নিখোঁজ হয়ে গেল এখনো তাকে খুঁজে পাওয়া গেল না। রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা। মৌসমের মাসির দাবি, তাদের সন্তান কোথায় রয়েছে তার খোঁজ তারা যেন পায়। কান্নায় ভেঙে পড়তে পড়তে এমনটাই জানাচ্ছেন তিনি।

পুলিশ সূত্রে খবর, তারা সমস্ত জায়গায় নিখোঁজের তথ্য পাঠিয়েছেন। রেলের থেকে তথ্য নেওয়ার জন্য সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। রেলের তরফে কোন তথ্য এখনো পাঠানো হয়নি।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top