Deepak Hooda and Deepak Chahar have been sacked
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: মুস্তাক আলি প্রতিযোগিতার আগে অধিনায়ক এবং সহঅধিনায়ক চূড়ান্ত করে ফেলল রাজস্থান ক্রিকেট দল। আর সেখানেই বড় পরিবর্তন আনা হল। রাজস্থান দলের অধিনায়কত্ব করতে দেখা যেত দিপক হুডাকে, তিনি বরোদা ছেড়ে রাজস্থান দলে কয়েকবছর আগে যোগদান করেন। এছাড়া সহ অধিনায়কের দায়িত্ব পালন করতে দেখা যেত দীপক চাহারকে। কিন্তু দুজনকে মুস্তাক আলির দলে রাখলেও অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হল। পরিবর্তে অধিনায়ক করা হয় কদিন আগেই রঞ্জি ট্রফির ম্যাচে রাজস্থানে হয়ে ৩০০ রান করা মহিপাল লোমরোরকে। এছাড়াও দলের স্পিনার মানব সুতারকে সাম্প্রতিক ভালো পারফরমেন্সের পুরস্কার হিসেবে সহ অধিনায়ক বেছে নেওয়া হয়েছে।