Raj Chakraborty’s Facebook account hacked
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সাইবার ক্রাইমের শিকার রাজ চক্রবর্তী। পরিচালকের প্রোফাইল হ্যাকারদের কবলে। ফেসবুকে আর দেখা যাচ্ছে না রাজের ভেরিফায়েড প্রোফাইলটি। জানা গিয়েছে, ফেসবুকে রাজের তিনটি প্রোফাইল ছিল। তিনটিই হ্যাক করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে পরিচালক-প্রযোজক তথা বিধায়কের পক্ষ থেকে। মঙ্গলবার দুপুর সারে ১২টা নাগাত পাল্টে যায় পরিচালক তথা বিধায়কের প্রোফাইল অফিশিয়াল অ্যাকাউন্ট।
সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ জানান, সোশাল মিডিয়ার বিষয়টা তিনি খুব একটা বোঝেন না। তার দেখাশোনা করার জন্য আলাদা একটি টিম রয়েছে। পেজের নাম আচমকাই বদলে যায়। তার নোটিফিকেশন সবার কাছে যায়। অনেকেই রাজকে সকাল থেকে ফোন ও মেসেজ করেন। তখন তিনি বিষয়টি জানতে পারেন