Ashwini Vaishnav gave a harsh reply about the train accident
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: গতবছর করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা হয়েছিল ওড়িশার। এরপর বাংলায় একাধিক ট্রেনেই হয়েছে দুর্ঘটনা। এক মধ্যে রয়েছে ময়নাগুড়়ির রেল দুর্ঘটনা, আছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং ডিব্রুগড় এক্সপ্রেসে দুর্ঘটনার ঘটনাও। এই নিয়েই রেলমন্ত্রী অশ্বিনি বৈষ্ণবকে একহাত নিয়েছিলেন বিরোধীরা। এবার কংগ্রেসসহ বিরোধী দলগুলিকে একহাত নিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলমন্ত্রী থাকাকালীন দুর্ঘনার পরিসংখ্যান তুলে ধরলেন অশ্বিনি বৈষ্ণব। তাঁর দাবি, যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রেল দুর্ঘটনা হত তখন তিনি দাবি করতে আগের থেকে সেই সংখ্যা কমেছে, তখন দুর্ঘটনার শতাংশ ছিল .১৯ , এখন সেটা কমে .০৩ হয়েছে, তবু বিরোধীরা দুর্ঘটনা নিয়ে রাজনীতি করে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় এই বিরোধীরাই হাততালি দিতেন, একই সঙ্গে অশ্বিনি বৈষ্ণব দাবি করেছেন বর্তমানে বিরোধী দলগুলি মানুষকে রিল বানিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। আগের থেকে অনেক সুরক্ষিত এখন রেল, কিন্তু রোজ রেলে যাতায়াত করা প্রায়য় ২কোটি যাত্রীকেই বিভ্রান্ত করার চেষ্টা করছে বিরোধীরা, দাবি করেছেন তিনি। পাশাপাশি অটোমেটিক সিগন্যালিং সিস্টেম কেন ৫০ বছর ক্ষমতায় থাকা পরেও কংগ্রেস বা ইউপিএর সদস্যের রেলমন্ত্রীরা করতে পারেননি, সেই নিয়েও তাঁদের একহাত নিয়েছেন বর্তমান রেলমন্ত্রী।