দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: অতিরিক্ত টাকা না দেওয়ায় রোগী ও তার পরিজনদের মারধর। চার বছরের শিশুকে ছুড়ে ফেলে খুনের চেষ্টা করলেন চিকিৎসক,এমনই অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল রায়গঞ্জ এর এক নার্সিংহোমে। এই ঘটনায় রায়গঞ্জ থানায় নার্সিংহোমের মালিক সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
সোমবার বিকালে এই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের উকিলপাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে রায়গঞ্জের বিহার লাগোয়া বাহিন পঞ্চায়েতের গোয়াবাড়ির বাসিন্দা ইমারত আলি তাঁর চার বছরের ছেলে সোহেল আলিকে নিয়ে গিয়েছিলেন ওই নার্সিংহোমে। সেখানকার শল্য চিকিৎসকের কাছে চিকিৎসা করানোর জন্য যান। কথামতো ৪০০ টাকা জমা দিয়ে ছেলের নাম নথিভুক্ত করেন। কিন্তু তার পরও কয়েক ঘন্টা ধরে অসুস্থ শিশুকে নিয়ে বসে থাকতে হয় তাঁকে। অভিযোগ, অন্যান্য রোগীদের কাছ থেকে বেশি টাকা নিয়ে আগেভাগে চিকিৎসা করিয়ে ছেড়ে দিচ্ছেন এই চিকিৎসক। রায়গঞ্জ থানার পুলিশ আধিকারিক বলেন, অভিযোগের ভিত্তিতে সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।