Leader of Opposition in Lok Sabha Rahul Gandhi stood by the relatives of Hathras accident victims
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে ১২১ জনের মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের হাথরাসে। সেই ঘটনায় স্বাভাবিকভাবে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ঘটনায় ৬ জন গ্রেফতার হলেও সেই স্বঘোষিত ধর্মগুরু ‘ভোলে বাবা’ গ্রেফতার হননি। এই পরিস্থিতির মধ্যেই শুক্রবার সকালে হাথরাস গেলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর বার্তা, সরকারকে এর জবাব দিতে হবে।
দিল্লি থেকে প্রথমে তিনি যান আলিগড়। হাথরাস কাণ্ডে মৃতদের মধ্যে বেশ কয়েকজন আলিগড়ের বাসিন্দা ছিলেন। সেখানে মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। আশ্বাস দেন পাশে দাঁড়ানোর। তার পর চলে যান হাথরাসে। সেখানকার স্বজনহারাদের সঙ্গেও কথা বলেন লোকসভার বিরোধী দলনেতা।
এদিন রাহুল গান্ধীর স্পষ্ট বক্তব্য, ”আমি এটা নিয়ে কোনও রাজনীতি করতে চাই না। তবে প্রশাসনের যে একটা বড় ভুল রয়েছে তাতে কোনও সন্দেহ নেই। আমি চাইব রাজ্যের মুখ্যমন্ত্রীই যোগী আদিত্যনাথ ভুক্তভোগীদের সবদিক থেকে সাহায্য করুন।” প্রসঙ্গত, পদপিষ্টের ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে অধিকাংশ মহিলা এবং শিশু। দল কী কী ভাবে তাঁদের পরিবারকে সাহায্য করতে পারে, সেটা তিনি দেখছেন বলে জানিয়েছেন রাহুল গান্ধী।