On Monday, Congress leader Rahul Gandhi’s helicopter was searched by Election Commissioner officials.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার রাহুল গাঁধী। সোমবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর হেলিকপ্টারে তল্লাসি চালালো নির্বাচন কমিশনরে আধিকারিকরা। সোমবার তামিলনাড়ুতে নীলগিরি পোঁছাতেই রাহুলের কপ্টারে তল্লাসি করেন ফ্লাইং স্কোয়াডের আধিকারিকরা। তবে কি কারণে এই তল্লাসি অভিযান সেই বিষয় কমিশনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
রবিবার বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে আয়কর তল্লাশির অভিযোগ করে তৃণমূল যা নিয়ে তুমুল হইচই হয়েছে। তার পর, এদিন রাহুলের কপ্টারে তল্লাশি।
কংগ্রেসের বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, ‘নির্বাচন কমিশনের এই ধরনের কাজকর্ম থেকে স্পষ্ট, তারা নিরপেক্ষতা হারাচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী-সহ বিজেপি নেতৃত্ব অনবরত হেলিকপ্টারে করে ঘুরে বেড়ালেও সেখানে তল্লাশি হচ্ছে না কেন ? সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, রাহুল গাঁধী বিরোধী নেতা, ভয় পাচ্ছে কেন্দ্রের শাসক দল। তাই উনি যে কপ্টারের সওয়ারি তার তল্লাশি করছে।