DIG CISF RG Kar Hospital as per Supreme Court orders,on Wednesday
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আরজি কর হাসপাতালের নিরাপত্তায় এবার মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। মঙ্গলবার সুপ্রিম কোর্ট আরজি কর নিয়ে মামলা ছিল। সেই মামলায় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড় আরজি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার পরই বুধবার সকাল নটায় হাসপাতালে হাজির হয় কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে ছিলেন সিআইএসএফের ডিআইজি।
সিআইএসএফের ডিআইজি আরজি কর হাসপাতাল পরির্দশনে করেন। কতবড় হাসপাতাল? কতটা এলাকা? কোন কোন এলাকা কতটা স্পর্শকাতর? গেটে কি ধরনের বাড়তি নিরাপত্তা প্রয়োজন? রোগী বা তার সঙ্গে থাকা বাড়ির লোক এবং অন্য উদ্দেশ্যে হাসপাতালে আসা বহিরাগত দের আলাদা করতে কি ধরনের সতর্কতা প্রয়োজন? এই সমস্ত কিছু সরেজমিনে খতিয়ে দেখেন DIG। সেই বিষয়ে হাসপাতালের নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন সিআইএসএফের ডিআইজি। বৈঠক সেরে বাইরে এসে সাংবাদিরদের মুখোমুখি হন পদস্থ কর্তা। সাফ জানিয়ে দেন, “আমাদের এখন কাজ করতে দিন। কাজ শেষ হলে বিস্তারিত সব তথ্য দেব।”
পাশাপাশি আজ সিবিআই টিমের আবার হাসপাতালে, বিশেষ করে ঘটনাস্থল বা সেমিনার রুম গিয়ে তদন্তের সম্ভাবনা আছে। বৃহস্পতিবার সিবিআই কে তদন্তের INTERIM বা অন্তর্বর্তীকালীন রিপোর্ট জমা দিতে হবে। রিপোর্ট তৈরির আগে আজ ঘটনাস্থল পরিদর্শন করা হতে পারে।