Is it so risky for a female doctor to do night duty in a government hospital in Kolkata? What junior doctors say in reply
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল আর জি কর মেডিক্যাল কলেজ। রাজ্যের মেধাবী ছাত্র-ছাত্রীরা এই কলেজে পড়ার সুযোগ পান। দূর থেকে রোগীরা এই হাসপাতালে যান চিকিৎসার জন্য। কিন্তু শুক্রবার সকালে সেই হাসপাতালে যে অবস্থায় একজন মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হল, তাতে অনেকগুলো প্রশ্ন উঠে গিয়েছে।
কলকাতা শহরের বুকে একটি সরকারি হাসপাতালে একজন মহিলা চিকিৎসকের পক্ষে নাইট ডিউটি করা কি এতটাই ঝুঁকির? হাসপাতালের ঘেরাটোপে রেখেও নিশ্চিন্ত হতে পারবেন না বাবা-মায়েরা? হাসপাতালে পরিস্থিতি নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ তুলছেন মহিলা চিকিৎসকেরা।
জুনিয়র ডাক্তারের মৃত্যুর প্রতিবাদে পথে নেমেছেন সহকর্মীরা, তখন তাঁরা জানান, হাসপাতালে কোনও নিরাপত্তা নেই। রোগীর বাড়ির লোক, কখন ঢুকছে, কখন বেরচ্ছে, কোথায় যাচ্ছে, তার ওপর নেই কোনও নজরদারি। তারা বলেন, ইমারজেন্সি হোক অন্য কোনো কারণে যখন হঠাৎ কোনও রোগী আসেন, তখন তাঁর সঙ্গে ১০ জন বা ২০ জন লোক থাকেন। অনেক সময়ই তাঁরা মদ খেয়ে আসেন। আমরা পিজিটি-রা তখন ডিউটিতে থাকি। অনেকবার ডেকেও পুলিশকে পাওয়া যায়নি।