December 14, 2024 4:00 am

২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 14, 2024 4:00 am

২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Puri Jagannath Temple: অযত্নের কারণে পুরীর জগন্নাথ মন্দিরের বাইরের দেওয়ালে একাধিক ফাটল! উদ্বিগ্ন সরকার

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Multiple cracks in outer wall of Jagannath temple in Puri

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: পুরীর জগন্নাথ মন্দিরের বাইরের দেওয়ালে একাধিক ফাটল! সমস্যা এড়াতে তড়িঘড়ি ডাক পড়ল পুরাতত্ত্ব বিশেষজ্ঞদের। পরিস্থিতি মোকাবিলায় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI)-র সাহায্য চেয়েছে ওডিশা সরকার। জানা গিয়েছে, পুরীর জগন্নাথের মূল মন্দিরের বাইরে চৌহদ্দি নির্দিষ্ট করে যে পুরু দেওয়াল, তার নাম মেঘনাদ পচেরী। মূল মন্দিরকে সুরক্ষিত করছে এই দেওয়াল। সম্প্রতি সেই দেওয়ালে একাধিক ফাটল দেখা দিয়েছে। যা নিয়ে উদ্বিগ্ন মন্দির কর্তৃপক্ষ।

কীভাবে এই ফাটল দেখা দিয়েছে? জানা গিয়েছে, দ্বাদশ শতকে নির্মিত মন্দিরের ভিতরে আনন্দবাজার নামে একটি অঞ্চল রয়েছে। সেখান থেকে জগন্নাথের প্রসাদ বিক্রি করা হয়। ওই অঞ্চল থেকে নোংরা বর্জ্য জল বাইরের দেওয়ালের ফাটল দিয়ে চুঁইয়ে পড়ছে বলে খবর। দেওয়ালে দীর্ঘদিন ধরে জমছে শ্যাওলা। দেওয়াল ভেজা থাকায় ক্রমে ক্ষতি হচ্ছে। দীর্ঘদিনের অযত্নে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকে। সরকার অবশ্য মনে করছে, এএসআইয়ের অনুমতি ছাড়া মন্দিরে এমন কোনও কাজ করা হয়েছে, যার ফলে এই ফাটল দেখা দিয়েছে। তদন্ত চলছে। মন্দির কর্তৃপক্ষের তরফেও দ্রুত পূর্ব পরিস্থিতি পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানানো হয়েছে। জগন্নাথ মন্দির ওডিশার অন্যতম প্রধান হেরিটেজ এবং সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। ফলে পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ করছে ওডিশা সরকারও।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top