Punjab Kings are facing Rajasthan Royals in IPL on Saturday
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: শনিবার আইপিএলে রয়েছে একটাই ম্যাচ। পাঞ্জাব কিংস মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালসের। খেলা রাজস্থানের মাঠে। গত ম্যাচে ট্রেন্ট বোল্ট পুরো ওভার বোলিং করতে পারেনি। ফল ও হাতেনাতে পেয়েছে সঞ্জু স্যামসনের দল। বড় রান করেও শেষ পর্যন্ত গুজরাটের কাছে তারা হেরে যায়। টানা চার ম্যাচ জেতার পর প্রথম হারের মুখ দেখেছে রাজস্থান। পাঞ্জাবের থেকে প্রাথমিকভাবে এগিয়েই রয়েছে বাটলার, আশ্বিনদের দল। কিন্তু খেলাটার নাম যেহেতু ক্রিকেট। তাই কখন কোন দল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় কেউই বলতে পারেনা। সেই কারণেই মাঠে নামার আগে যথেষ্ট সাবধানই রাজস্থান রয়্যালস। এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে ট্রেন্ট বোল্টকে। এদিকে পাঞ্জাব শিবিরে বিদেশীরা ক্লিক করছে না। এতদিন খেলানো হলেও জনি বেয়ারস্টো বা স্যাম কারান, কেউই ক্লিক করছে না। উপায় নাই। বোলিং এর ক্ষেত্রেও ভেরিয়েশন আনার জন্য স্যামকে খেলাতে হচ্ছে। শিখর ধাওয়ান চাইবেন জনি যাতে রানে ফেরেন। গত কয়েকটি ম্যাচে অসাধারণ ইনিংস খেলেছেন শশাঙ্ক সিং। কিন্তু দলকে জেতাতে পারেননি। সেই হতাশা এই ম্যাচে মিটিয়ে ফেলতে চাইবেন তিনি। এখন দেখার রাজস্থান পাঞ্জাব লড়াইয়ের শেষে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কোন দল।