Punjab Kings lost to Gujarat Titans.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আবারও হারের মুখ দেখল পাঞ্জাব কিংস। গুজরাট টাইটানসের কাছে হারল তারা। ম্যাচের শেষ ওভারে তাদের ৩ উইকেটে হারিয়ে দেয় গুজেরাট। শুরুতে ব্যাট করতে নেমে ১৪২ রানে অল আউট হয়ে যায় পাঞ্জাব। ওপেনার প্রভশিমরণ সিং করেন ৩৫ রান। হরপ্রিত ব্রার করেন ২৯ রান। অধিনায়ক স্যাম কারান করেন ১৯ বলে ২০ রান। দলের বাকি দুই বিদেশী ব্যাটার ব্যর্থ হন। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ধীর গতিতে করেছিল গুজরাট। শুভমন গিল করেন ২৯ বলে ৩৫ রান। সাই সুদর্শন করেন ৩৫ বলে ৩১ রান। কিন্তু শেষদিকে তেরেফুঁড়ে ব্যাটিং করে তা পুষিয়ে দেন রাহুল তেওয়াতিয়া। ১৮ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন তিনি। ৩ উইকেটে ম্যাচ জিতে নেয় গুজরাট। এই জয়ের সঙ্গে সঙ্গেই লিগ টেবিলে কিছুটা উন্নতি হল টাইটান্সের। ৮ ম্যাচে ৮ পয়েন্ট হল তাদের।