At home in Mohali, Punjab Kings beat Delhi Capitals by four wickets.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: মোহালিতে নিজেদের ঘরের মাঠে, দিল্লি ক্যাপিটালসকে চার উইকেট হারিয়ে দিল পাঞ্জাব কিংস। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে 9 উইকেট হারিয়ে ১৭৪ রান করে দিল্লি। সৌজন্যে অভিষেক পড়েলের ১০ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস। বাংলার এই ব্যাটার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে নেমে সত্যি ম্যাচে পার্থক্য করে দিচ্ছিলেন । কিন্তু দিল্লির বোলারদের খারাপ লাইন এবং পাঞ্জাবের ইংরেজ অলরাউন্ডার স্যাম কারানের দুর্দান্ত পারফরমেন্সের সৌজন্যে ৪ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় হোম টিম। কামব্যাক ম্যাচে বড় রান পেলেন না ঋষভ পন্থ। বাংলার অভিষেক পড়েল ১০ বলে ৩২ রান না করলে ম্যাচে লড়াই দেওয়ার এইটুকু জায়গাও পেত না ডেভিড ওয়ার্নার, কুলদীপ যাদবদের দিল্লি। পাঞ্জাবের হয়ে প্রভসিমরান সিং করেন ১৭ বলে ২৬ রান। লিয়াম লিভিংস্টোন করেন ২১ বলে ৩৮ রান। স্যাম কারান করেন ৪৭ বলে ৬৩ রান। ঘরের মাঠে প্রথম ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করল প্রীতি জিন্টার পাঞ্জাব। দলকে জিতিয়ে ম্যাচের সেরা হন স্যাম কারান।