Pujo Carnival Begins, CM Mamata Banerjee Attends Durga Puja Carnival at Red Road
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: শুরু পুজো কার্নিভাল। রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রয়েছেন বিশিষ্ট অতিথিরা। অন্য দিকে, রানি রাসমণি অ্যাভেনিউতে শুরু হয়েছে ‘দ্রোহের কার্নিভাল’।
২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রথম বার কলকাতায় দুর্গাপুজো কার্নিভালের আয়োজন হয়। শহরের সেরা পুজোগুলো কার্নিভালে অংশ নেয়। যত বছর ঘুরেছে, কার্নিভাল নিয়ে উন্মাদনা ততই বেড়েছে। দুর্গাপুজো উপলক্ষে গান লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গানটি গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। গানটিকে কার্নিভালে সেরা পুজোর গান বলে ঘোষণা করা হল।
বাদামতলা আষাড় সঙ্ঘ শোভাযাত্রা নিয়ে কার্নিভালে প্রবেশ করেছে। তার পর দমদম পার্ক তরুণ দল। দক্ষিণ থেকে উত্তর কলকাতার দুই পুজো কমিটির থিমে মুগ্ধ মুখ্যমন্ত্রী।কালীঘাটের ‘ফরওয়ার্ড ক্লাব’-এর থিম ‘নাশ’। তার পর শোভাযাত্রা করল আলিপুর রোডের ‘কোলাহল গোষ্ঠী’। থিম, প্রতিমা, শোভাযাত্রা দেখে মুগ্ধ অতিথিরা।