The Belgachia Yuva Sammilani Puja Committee decided to reject the Puja donation.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: এবার আরও এক পুজো কমিটি ফিরিয়ে দিল রাজ্য সরকারের দেওয়া দুর্গার ভান্ডারের অর্থ। এবছরও ৮৫ হাজার টাকা পাওয়ার কথা ছিল বেলগাছিয়া যুব সম্মিলনি পুজো কমিটির। এবছর তাঁদের পুজো ৮০তম বর্ষে পদার্পন করছে। যদিও তাঁদের পাশের পাঁড়াতেই আর জি কর হাসপাতালে যে নির্মম ঘটনা ঘটে গেছে, তারই প্রতিবাদ স্বরূপ এবছর তাঁরা বড় করে জাকজমকপূর্ণ পুজো না করার পথেই হাঁটলেন। একইসঙ্গে জানিয়ে দিলেন, ছোট করে পুজো করায় এবারে আর তাঁরা রাজ্য সরকারের দেওয়া ৮৫ হাজার টাকা অনুদান নেবেন না। নিজেদের এলাকায় গত দুই মাস ধরে মাঝ মধ্যেই নাগরিকরা আসছেন, আরজি করের সামনে প্রতিবাদ করছেন। এখনও দোষিরা সকলেই চিহ্নিতই হয়নি। এই আবহেই এবার অনুদান প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিল এই পুজো কমিটি।