Puja in the victim’s neighborhood returned the pooja donation given by the state government.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: এবার মুখ্যমন্ত্রীর দেওয়া পুজোর অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিল এক পুজো কমিটি। রাজ্য সরকারের দেওয়া পুজোর অনুদান এবারে অনেক কমিটি ফিরিয়ে দিয়েছে। অন্যান্যবার জাকজমকপূর্ণভাবে কলকাতাসহ রাজ্যে দুর্গাপুজো হলেও এবারে আরজি কর কাণ্ডের আবহে তাতে ভাটা লেগেছে। সকলের মনই ভারাক্রান্ত। এই পরিস্থিতিতে নির্যাতিতার পাড়ায় এক পুজোর তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুর্গাপুজোয় উৎসবে রাশ টানার। তাঁরা সংলগ্ন থানায় গিয়ে জানিয়েছেন, এবারে তাঁরা ছোট করে পুজো করতে ইচ্ছুক। তাই অনুদান নেবেন না। অন্যান্যবারের মতো সাংস্কৃতিক অনুষ্ঠানও এবারে তাঁরা করবেন না। নবমিতে খাওয়া দাওয়াও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছন তাঁরা।