The next program of the student society is again in September
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ফের প্রতিবাদে নামতে চলেছে ছাত্রসমাজ। গতমাসের শেষ সপ্তাহে নবান্ন অভিযান করেছিল ছাত্রসামাজ, ব্যাপক গণ্ডগোল হয় সেই মিছিলে। প্রথমে ছাত্রসমাজকে একদম অরাজনৈতিক মনে হলেও পরে তাঁদের পাশে দাঁড়ায় রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। বলা ভালো বিজেপির সমর্থনই পেয়ে যায় নবান্ন অভিযানকারীরা। সিপিআইএম অবশ্য এই মিছিলে হাঁটেনি। এবার ফের একবার পথে নামতে চলেছে তাঁরা, যদিও ফের নবান্ন অভিযান হবে কিনা সেটা জানায় নি তাঁরা। ছাত্রসমাজের নেতার শুভঙ্কর হালদার জানাচ্ছেন, তাঁদের প্রতিবাদ জারি থাকবে, মুখ্যমন্ত্রীর পদত্যাগ তাঁরা চান। যদিও পরের প্রতিবাদ আন্দোলন ঠিক কোন রূপে হবে অর্থাৎ ফের নবান্ন অভিযান হবে না অন্য কিছু হবে সেটা নিয়ে সিদ্ধান্ত এখনও নেননি তাঁরা। পাশাপাশি বুধবার রাতে জুনিয়র ডাক্তারদের ডাকা প্রতিবাদে যোগ দিলেও তৃণমূল এবং পুলিশের হাতে যারা আক্রান্ত হয়েছেন তাঁদের পাশে দাঁড়িয়েও প্রতিবাদের কথা জানিয়েছেন শুভঙ্কর। পরের কর্মসুচিতে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের মানুষদেরও যোগ দেওয়ানোর পরিকল্পনা রয়েছে তাঁর।