Prosenjit and Anirban together again, their new film is coming in Pooja
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: পুজো মানেই বাংলার বক্স অফিসে কাঁটার টক্কর। গত বছরের পর এবারও পুজোর বক্স অফিসে ফিরছে প্রবীর-পোদ্দার জুটি। অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য। বুধবার সকালে এসভিএফ প্রযোজিত এই ছবির মহরত অনুষ্ঠিত হয়েছে।
সেখানে ছবির কলাকুশলীরা প্রত্যেকেই উপস্থিত ছিলেন। শোনা যাচ্ছে, একটি দক্ষিণী ছবি বাংলা ছবিটির অনুপ্রেরণা। এখনও ছবির নাম চূড়ান্ত হয়নি। ছবিটি পরিচালনা করবেন রাহুল মুখোপাধ্যায় । এটি এসভিএফ-এর ১৭১ নম্বর ছবি। প্রসেনজিৎ ও অনির্বাণ ছাড়াও থাকছেন প্রিয়াঙ্কা সরকার, অপরাজিতা আঢ্য, রজতাভ দত্ত, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, পারিজাত চৌধুরী প্রমুখ। ছবিটি হবে প্রধানত থ্রিলার। পরিচালক রাহুল এর আগে ‘কিশমিশ’ ও ‘দিলখুশ’ ছবি দু’টি পরিচালনা করেছেন।