Sandeshkhali 5 women meet Prime Minister Narendra Modi. They told the Prime Minister that they are still not safe in Sandeshkhali. It is alleged that they are being intimidated in Sandeshkhali in the presence of police. The Prime Minister assured them that the central government will do whatever it takes.
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
সন্দেশখালীর নির্যাতিতা পাঁচ মহিলা সেদিন সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। সন্দেশখালিতে তারা সুরক্ষিত নন, পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকলেও পুলিশের উপস্থিতিতেই তাদেরকে হুমকি দেয়া হচ্ছে বলেও সেদিন প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদের আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় সরকার সব সময় তাদের পাশে আছে এবং অবশ্যই নজর রেখেছে সন্দেশখালীর দিকেও। তাদের কোন চিন্তা নেই একটাও অভিযুক্ত ছাড় পাবে না। তবে নির্বাচনের আগে সন্দেশখালীর নির্যাতিতাদের সাথে পাঁচ মিনিট সাক্ষাৎ করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
পুরো বাংলায় সন্দেশখালির ঝড় উঠবে’, বারাসত থেকে তৃণমূলকে তোপ মোদির
‘বাংলার মা বোনেদের সঙ্গে ঘোর পাপ করেছে তৃণমূল। সন্দেশখালিতে যা হয়েছে তাতে যে কারও মাথা নিচু হয়ে যাবে। কিন্তু আপনাদের সঙ্গে যা হয়েছে তাতে এই সরকারের কিছু এসে যায় না’, মন্তব্য মোদির।তৃণমূলের ‘মাফিয়ারাজ’ শেষ করতে সকলকে একজোট হওয়ার ডাক দিলেন মোদি। বিজেপি যে নারী ও সব মানুষকে সম্মান করে তা বোঝাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কথাও তুলে ধরলেন তিনি।
এদিন বারাসাত কাছারি ময়দান থেকে বিরোধীদের যোগ্য জবাব দিলেন প্রধানমন্ত্রী।পরিবারবাদ নিয়ে বিরোধীদের খোঁচা মোদির। বললেন, “সকলে বলে মোদির পরিবার নেই। তাই আমি পরিবারবাদের বিরোধী। কিন্তু দেশের সকলেই আমার পরিবার। দেশের প্রতি কোনায় কোনায় যারা রয়েছেন, তাঁরা সকলেই আমার পরিবার।” বাংলায় বললেন, “বাংলার সব মা-বোনেরা আমার পরিবার।” বিপদে বাংলার মা-বোনেরা দুর্গার মতো তাঁকে রক্ষা করেন বলেই মন্তব্য মোদির।
শাসক দল তৃণমূল কংগ্রেস অপরাধীকে বাঁচাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার কিন্তু মুখ রক্ষা হয়নি রাজ্য সরকারের। কাছারি ময়দান থেকে শাসকদলকে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী।