It is the leaders of the Congress party who are adding to the irony of the Congress, Prime Minister Congress’s Sam Pitroda quipped in his speech.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কংগ্রেসের নেতাদের মন্তব্যে একের পর এক ঝড় উঠছে লোকসভা নির্বাচনের আবহে। কোথায় তাঁরা মন জিততে চেষ্টা করবেন, তা না করে এমন মন্তব্য করছেন যাতে দলের ঐক্য তো ভাঙছেই, একইসঙ্গে দল বিপদেও পড়ছে। কদিন আগেই অধীর চৌধুরী দাবি করেছিলেন কংগ্রেসকে ভোট বা দিলে বিজেপিকে দেওয়া উচিত, কিন্তু তৃণমূলে নয়। অথচ তাঁরাই নাকি ইন্ডিয়া জোটের শরিক। এরই মধ্যে কংগ্রেসের স্যাম পিত্রোদা বলে বসছেন, দক্ষিণ ভারতীয়রা নাকি আফ্রিকানদের মতো। উত্তরপূর্বের মানুষদের চিনাদের সঙ্গেও তুলনা টানা হয়েছে তাঁর বক্তব্যে, আর তাতেই হাতিয়ার পেয়ে গেছে বিজেপি। পাল্টা কংগ্রেসকে তোপ দেগেছে তাঁরাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং তাঁর এই বক্তব্যে নিন্দা করে বলেছেন, তাঁকে নিয়ে প্রশ্ন করা হলেও বা সমালোচনা করা হলেও তিনি সেটা মেনে নিতে পারেন, কিন্তু এভাবে দেশের মানুষের বর্ণ নিয়ে কথা বলা উচিত নয়। রাহুল গান্ধীকে এর জবাব দেওয়ার উচিত বলেও দাবি করেন প্রধানমন্ত্রী।