State Congress president Adhir Ranjan Chowdhury has written a letter seeking President’s intervention in Bengal.
রাজ্য
নিজস্ব সংবাদদাতা :আবারও রাজ্য সরকারের প্রবল সমালোচনায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তাঁর অভিযোগ, বাংলার বিরোধী দলের নেতা কর্মী এবং সমর্থকদের জীবন এবং জীবিকা দুই বিপন্ন। এখানে অরাজকতা চলছে। কৃত্রিমভাবে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা হচ্ছে। অবিলম্বে রাষ্ট্রপতির হস্তক্ষেপ করা উচিত।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে সন্দেশখালি প্রসঙ্গও উল্লেখ করে অভিযোগ করেছেন, “লোকসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক হিংসা ছড়ানো হয়েছিল।” বহরমপুরের প্রাক্তন সাংসদের অভিযোগ, নির্বাচন কমিশনের কড়া ব্যবস্থা সত্ত্বেও লোকসভা ভোটের আগে রোখা যায়নি শাসকদলের সন্ত্রাস। তবে এই মুহূর্তে সবচেয়ে উদ্বেগের হল ভোট পরবর্তী হিংসা। অধীরের দাবি, বাংলার বিরোধী দলের নেতা কর্মী এবং সমর্থক দের জীবন এবং জীবিকা দুই নিয়েই সংশয়ে। এ প্রসঙ্গে ময়নাগুড়িতে কংগ্রেস কর্মী খুনেরও উল্লেখ করেছেন। তিঁনি বলেন এই মুহূর্তে রাজ্যে অঘোষিত জরুরি অবস্থা চলছে। যা মোকাবিলা করার জন্য দেশের সাংবিধানিক প্রধান হিসাবে রাষ্ট্রপতির হস্তক্ষেপ প্রয়োজন।