President Draupadi Murmur will meet all Indian athletes representing the Olympics on Wednesday
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: অলিম্পিক্সে প্রতিনিধিত্ব করা ভারতীয় সমস্ত ক্রীড়াবিদ বুধবার সকালেই পা রাখছে ভারতে। বহু ক্রীড়াবিদ চলে এলেও অনেকেই এখনও প্যারিস থেকে দেশে ফেরেননি। যেমন ভিনেশ ফোগত প্যারিস ছেড়েছেন, তবে ভারতে এসে পৌঁছাননি। মনু ভাকার, পিআর শ্রীজেশরা প্যারিস অলিম্পিক্সের ক্লোজিং সেরিমনিতে ভারতের পতাকাবাহকের দায়িত্ব সামলানোয় তাঁদের সেখানেই সোমবার পর্যন্ত থাকতে হয়েছে। ফের বুধবার সমস্ত ক্রীড়াবিদ দেশে ফিরবেন সকালে। এরপর তাঁরা বিকেল সাড়ে পাঁচটায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করবেন এবং চা চক্রে যোগ দেবেন। বৃহস্পতিবার অর্থাৎ ১৫ই অগাস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও লাল কেল্লায় উপস্থিত থাকবেন অলিম্পিক্সে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা ভারতীয় ক্রীড়াবিদরা।