Complexity continues over initiative to increase fees in Presidency University
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ফি বৃদ্ধির জটিলতা জট কাটলনা। বিশ্ববিদ্যালয়ের আয়-ব্যয় বিষয়ক কমিটি সোমবার পড়ুয়াদের সঙ্গে ফি বৃদ্ধির প্রস্তাব নিয়ে ফের বৈঠকে বসেছিলেন। কিন্তু পড়ুয়ারা কোনও ভাবেই ফি বৃদ্ধি মানবেন না বলে জানিয়ে দেন। সূত্রের খবর, কমিটি এখনও ফি বৃদ্ধির প্রস্তাব চূড়ান্ত করেনি। আর্থিক দিক থেকে দুর্বল পড়ুয়াদের বিষয়টি গুরুত্ব দিয়ে ভেবে দেখা হচ্ছে বলে খবর। এর পরে বিষয়টি উপাচার্যের কাছে যাবে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের আর্থিক অনটনের কথা পড়ুয়াদের জানানো হয়েছিল। চলতি শিক্ষাবর্ষে যাঁরা প্রেসিডেন্সিতে ভর্তি হবেন, তাঁদের ক্ষেত্রে ফি বৃদ্ধির প্রস্তাবও দেওয়া হয়েছে। কিন্তু এর বিরুদ্ধে অবস্থান চালাচ্ছে ছাত্র সংগঠন এসএফআই। তাদের বক্তব্য, অস্বাভাবিক মাত্রায় ফি বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। সাধারণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত, প্রান্তিক ছাত্রছাত্রীর পক্ষে এই ফি দিয়ে পড়া সম্ভব নয়।