Star Preity Zinta is vocal on social media about oppression of Bangladeshi minorities
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর আন্দোলনকারী ছাত্রদের দাবি মেনে সেদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মহম্মদ ইউনুস। এদিকে ওপার বাংলার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর একের পর এক হামলার অভিযোগ উঠছে। সোচ্চার হয়েছেন বলিউড তারকা প্রীতি জিনটা।
তিনি শনিবার সোশ্যাল মিডিয়ায় লেখেন, “বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হিংসার খবর শুনে মন ভেঙে গিয়েছে, বিধ্বস্ত লাগছে। মানুষের মৃত্যু হয়েছে, পরিবার ছারখার হয়ে গিয়েছে, মহিলাদের অধিকার লঙ্ঘন, উপাসনার স্থানে ভাঙচুর হয়েছে, আগুন লাগানো হয়েছে। আশা করছি ‘নতুন সরকার’ হিংসার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এই মানুষগুলোকে রক্ষা করবে।