Kolkata Knight Riders and Mumbai Indians did not practice due to heavy rain in Kolkata.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: কলকাতায় ব্যাপক ঝড় বৃষ্টির জের, অনুশীলনে নামা হল না কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্স দলের। আইপিএলে শনিবার রয়েছে এই দুই দলের ম্যাচ। কলকাতায় এটাই নাইট রাইডার্সের শেষ হোম ম্যাচে, ফলে শেষ ম্যাচে নাইটদের জন্য গলা ফাটাতে তৈরি কলকাতাবাসি। কিন্তু এরই মধ্যে বাঁধ সেধেছে বৃষ্টি। প্রবল ঝড় বৃষ্টির জন্য বৃহস্পতিবার অনুীশনই নামতে পারল না দুই দল। বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত কথা ছিল দুই দলের অনুশীলনের। কিন্তু বৃষ্টির জেরে যেমন পিচ থেকে কভার সরানো গেল না, তেমন হোটেল থেকে অধিকাংশ ক্রিকেটারাই বেরোলেন না। শেষ পর্যন্ত অনুশীলন বাতিলের সিদ্ধান্ত নিল দুই টিম ম্যানেজমেন্ট। শনিবারও রয়েছে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা। ফলে আদৌ সেদিন ম্যাচ পুরো হবে কিনা, সেই নিয়ে প্রশ্ন উঠে গেল। যদিও গরমের মধ্যে এই বৃষ্টি যে বঙ্গবাসিকে কিছুটা রেহাই দিয়েছে, তা বলাই বাহুল্য।