Martyred Indian Army Captain Anshuman’s wife has left with her husband’s posthumous medal, Anshuman’s mother has complained.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ভারতীয় সেনার শহিদ ক্যাপ্টেন অংশুমানের স্ত্রী নাকি তাঁর স্বামীর মরন্নোত্তর পদক নিয়ে চলে গেছেন, এমনই অভিযোগ করলেন অংশুমানের মা। তাঁর দাবি ছেলের পদক নাকি একবার ছুঁয়ে দেখারও সুযোগ হয়নি তাঁর। অথচ কদিন আগেই তাঁর একসঙ্গে গিয়ে এই পদক গ্রহণ করেছিলেন। সিয়াচেনে গতবছর প্রয়াত হন অংশুমান। এরপর তাঁর স্ত্রীকেই সেনার তরফে সমস্ত অর্থনৈতিক সুবিধা দেওয়া হয়েছে, এক্ষেত্রে স্ত্রী স্মৃতি তা ভোগ করলেও মা-বাবা কিছুই পাচ্ছেন না। এমনকি দেশের তরফে ছেলেকে দেওয়া কীর্তিচক্র পুরস্কারের পদকটিও নাকি নিজের সঙ্গে রেখে দিয়েছিলেন স্মৃতি, যিনি বর্তমানে প্রয়াত ক্যাপ্টেনের পরিবারের সঙ্গে থাকেন না। ফলে ইচ্ছা হলেও ছেলের কীর্তিচক্র দেখার সুযোগ মিলছে না তাঁদের, অভিযোগ জানাল প্রয়াত ক্যাপ্টেনের পরিবার।