BJP is sending a team to investigate the post-poll violence
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই বারবার ভোট পরবর্তী হিংসার দাবি তুলে আসছে ভারতীয় জনতা পার্টি। তাঁদের কর্মিরা দিকে দিকে আক্রান্ত হচ্ছে বলে দাবি করেছেন বিজেপি নেতারা। এবার সেই বিষয় খতিয়ে দেখতেই রাজ্যে কমিটি পাঠাচ্ছে বিজেপি। আগামী সপ্তাহেই এরাজ্যে আসবে সেই দল। বিজেপির সেই দলে থাকবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবসহ আরও কয়েকজন। এক্ষেত্রে তাঁরা রাজ্যের বিভিন্ন জায়গায়, যেখানে যেখানে বিজেপি কর্মিদের আক্রান্ত হওয়ার খবর এসেছে সেখানে যাবেন। এরপর দিল্লি ফিরে গিয়ে তাঁরা রিপোর্ট জমা দেবেন। এই দল এরাজ্যে পাঠাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সভাপতি জেপি নাড্ডা।