Ronaldo’s bicycle kick, Portugal win
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্কপোল্যান্ডকে ৫-১ গোলে হারাল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। আবারও ঝলক দেখালেন ৪০ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনলান্ডো। শুধু জোড়া গোলই তিনি করলেন না, দলকেও শুধু জেতালে তা নয়। নিজের কেরিয়ারের চূড়ান্ত ফর্মে যেমন বাসাইকেল কিক মারতেন, সেরকমই বাইসাইকেক শটে গোল করলেন রোনাল্ডো, দেখে অবাক হয়ে গেলেন ফুটবলাররা। ম্যাচের ৫৯ মিনিটে রাফায়েল লিয়াওর গোলে এগিয়ে যায় পর্তুগাল। ম্যাচে ৭২ মিনিটে পেনাল্টিতে গোলের পর ৮৭ মিনিটে অসাধারণ বাইসাইকেক কিকে গোল করেন রোনাল্ডো। পর্তুগালের হয়ে গোল করেন ব্রুনো ফার্নান্দেজ এবং পেদ্রো নেতো। পোল্যান্ডের হয়ে একটি গোল করেন ডমিনিক মার্কজাক।