Horrible information in the Porsche scandal, including the doctors involved
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: পুণের পোর্শে কাণ্ডে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্ত কিশোরের রক্তের নমুনা নাকি পাঠানোই হয়নি ফরেন্সিক ল্যাবে, উল্টে দুই চিকিৎসক নাকি তাঁদের রক্তের নমুনা ডাস্টবিনে ফেলে দিয়ে অন্য রক্তের নমুনা পাঠান ফরেন্সিক পরীক্ষার জন্য, এই তথ্য প্রকাশ্যে এনেছেন খোদ পুণে পুলিশের কমিশনার অমিতেশ কুমার। এই ঘটনায় দুই চিকিৎসক অজয় তাওয়ারে এবং শ্রীহরিকে গ্রেফতার করেছে পুণে পুলিশ। সরাসরি সিএমও শ্রীহরির বিরুদ্ধে অভিযোগ রক্তের নমুনা বদলে দেওয়ার। এক্ষেত্রে প্রভাবশালীদের কথাতেই তিনি এই কাজ করেছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের তরফে দাবি করা হয়েছে, ১৯মে বেলার দিকে তাঁদের পাঠানো নমুনা বদলে দিয়ে, ফরেন্সিক পরীক্ষার জন্য অন্য এক ব্যক্তির রক্তের নমুনা পাঠান শ্রীহরি। পোর্শেকাণ্ডের জেরে মৃত্যু হয়েছিল দুই ইঞ্জিনিয়র পথচারির।