Delhi Police went to Delhi Chief Minister Arvind Kejriwal’s house
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আম আদমি পার্টির নেত্রী স্বাতীর কথায় এফআইআরের জের, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে গেল দিল্লি পুলিশ। তাঁর ব্যক্তিগত সচিব বৈভব কুমারের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন আপের রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল। তাঁর দাবি ছিল, দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় গাড়িতে তাঁকে শারীরিক নিগ্রহ করে বৈভব। এমনিতেই আবগারি দুর্নীতি মামলায় বেশ চাপে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, এতদিন জেলে থাকায় দলের প্রচারে ঠিকভাবে যেতে পারেননি। জামিনে বেরোলেও অযথা বিকর্কে জড়িয়ে পড়ছেন তিনি। অবশ্য দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে একান্তই তদন্তের স্বার্থে তাঁদের কেজরিওয়ালের বাড়িতে আসা। এর আগে বৃহস্পতিবারই স্বাতীর বয়ান রেকর্ড করে পুলিশ। এরপর তাঁর মেডিক্যাল পরীক্ষাও করানো হয় নিয়ম মেনে। আপ নেত্রীর এই অভিযোগের পর দিল্লি রাজনীতিতে ফের একবার আলোড়ন পরে গেছে, যা নিয়ে কিঞ্চিত অস্বস্তিতে আম আদমি পার্টি।