Poet Sreejatar penned the protest against the rape of a young doctor and the skeleton of the society came out
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: গোটা রাজ্য যখন আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ নিয়ে তোলপাড়। একে একে এই বিষয় নিয়ে মুখ খুললেন রাজনৈতিক মানুষ থেকে তারকা জগৎ, সাধারণ মানুষ। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনার তীব্র নিন্দা করেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। শুধু নিন্দা নয়, এই অন্যায়ের বিরুদ্ধে কলম ধরলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্টে যেন সমাজের ঘৃণ্য চেহারাটা ফুটে উঠলো।
নিজের ফেসবুক ওয়ালে শ্রীজাত লিখেছেন, “যোনি মানে তো চিরে রাখা রাস্তাই একটা, একটা সরু গলিপথ। কিন্তু সেটুকুতে মন উঠল না তোমার। তুমি সেই রাস্তায় কাটারি চালিয়ে আরও বড় রাস্তা বানালে..……. এইবার তুমি যোনির মধ্যে রড ঢোকালে। তারপর স্টোন চিপস। তারপর ট্রাক। তারপর হোটেল। তারপর পেট্রল পাম্প। তারপর শপিং মল………শেষমেশ ব্যাপারটা কী, বুঝে নিতে তুমি নিজেই ঢুকলে ভেতরে। মাথা, বুক, কোমর, হাঁটু, পা। এইভাবে পুরোটা ঢুকে গেলে। ন’মাস পর তদন্ত সেরে যখন বেরিয়ে এলে, ডাক্তারের হাত, টেনে বার করল তোমাকে।”
এদিকে এই ঘটনার বিরুদ্ধে ‘নাগরিক সমাজের ধিক্কার পদযাত্রা’র আহ্বান জানিয়েছে শিল্পী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মঞ্চ। আগামিকাল অর্থাৎ ১৩ আগস্ট শ্যামবাজার নেতাজি মূর্তির সামনে থেকে এই পদযাত্রা শুরু হবে বিকেল চারটে নাগাদ। যাত্রা শেষ হবে আর জি করের এমার্জেন্সি গেটে। পদযাত্রায় অংশগ্রহণ করার কথা জানিয়েছেন অপর্ণা সেন, মীরাতুন নাহার, সুজাত ভদ্র, সোহিনী সেনগুপ্ত, পল্লব কীর্তনীয়া, উদয় নারায়ণ সরকার-সহ অন্যান্য বিশিষ্টজনেরা।