Narendra Modi’s Delhi-bound flight got stuck at Deoghar airport due to mechanical failure
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমান শুক্রবার দেওঘর বিমানবন্দরে যান্ত্রিক সমস্যার কারণে আটকে যায়। এই ত্রুটির ফলে তার দিল্লি ফেরার সময়সূচিতে কিছুটা দেরি হয়। সূত্র অনুযায়ী, বিমানটির উড্ডয়নের প্রস্তুতির সময় যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। সঙ্গে সঙ্গেই বিমানবন্দরের টেকনিক্যাল টিম কাজ শুরু করে।
জানা গিয়েছে, এদিন ঝাড়খণ্ডে এক নির্বাচনী জনসভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি জামুই ও দেওঘরে সভা করে দিল্লি ফিরছিলেন। দেওঘর থেকে ফেরার সময় ঘটে এই বিপত্তি।বিমানটি ওড়ার আগেই আচমকা দেখা যায় যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এখন বিশেষজ্ঞের দল বিমানটি পরীক্ষা করে দেখছে। আঁটসাঁট করা হয়েছে বিমানবন্দরের নিরাপত্তা। বিমানটি খারাপ হয়ে যাওয়ায় বিমানবন্দরেই দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় মোদিকে। বিকেলের মধ্যেই প্রধানমন্ত্রীর দিল্লিতে ফেরার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে ফিরতে দেরি হচ্ছে। অন্যদিকে, ঝাড়খণ্ডে প্রায় দুই ঘণ্টা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর হেলিকপ্টারও আটকে ছিল। জানা গিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে ছাড়পত্র না পাওয়ায় তিনি আটকে ছিলেন।