Opposition has not yet been invited to Modi’s swearing-in ceremony, Congress claims
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রবিবার সন্ধ্যায় তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি। দিল্লীতে চলছে শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে তোরজোড়। এই অনুষ্ঠানে দেশি-বিদেশি বহু অতিথি আমন্ত্রিত। সব মিলিয়ে সাত দেশের রাষ্ট্রনেতারা আমন্ত্রিত। সেই জন্যে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় থাকছে দিল্লী জুড়ে। নো ফ্লাইং জোন ঘোষনা করা হয়েছে দিল্লীতে। সবই তো ঠিক অথচ শনিবার বিকাল পর্যন্ত নাকি বিরোধী শিবিরের বড় কোনও নেতাকে সেই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। বিরোধী শিবিরের কারও কাছে আমন্ত্রণ পৌছয়নি এমনটাই জানালেন কংগ্রেসের জয়রাম রমেশ। তিনি বলেন, “মোদি মুখে বলছেন বিরোধীদের সঙ্গে নিয়ে এগোবেন। এটাই কি তার নমুনা? আমাদের কাছে আমন্ত্রণ এলে ভেবে দেখব, যোগ দেওয়া হবে কিনা। যদিও রাষ্ট্রপতি ভবন সূত্রে খবর, প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে বিরোধীরাও আমন্ত্রিত। দ্রুতই সবার কাছে আমন্ত্রণ পত্র পৌঁছে যাবে।