To ensure women’s safety, speedy trial of crimes committed against them is needed,
Modi’s appeal
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আরজি কর-কাণ্ডের নাম করেননি। আরও একবার নারী নির্যাতনের মামলায় দ্রুত বিচারের প্রসঙ্গ এল প্রধানমন্ত্রীর ভাষণে। দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী জানান, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য জেলা আদালতের বিচারকদের কাছে আবেদন করেন। তাঁর মতে,’দ্রুত বিচার হলে নারী তথা সার্বিকভাবে সমাজের মধ্যে তৈরি হবে নিরাপত্তাবোধ’।
প্রধানমন্ত্রী এ দিন বলেন,’নারী নির্যাতন, শিশুদের নিরাপত্তা গুরুতর উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য দেশে একাধিক কঠোর আইন আনা হয়েছে। কিন্তু সেই আইনগুলিকে আরও সক্রিয় করে তোলা দরকার। মহিলাদের বিরুদ্ধে নির্যাতনের ঘটনায় যত দ্রুত রায় দেওয়া যাবে, তত বেশি নিশ্চিত হবে দেশের অর্ধেক জনসংখ্যা’। দেশের নারী সুরক্ষায় কড়া আইন রয়েছেই। ২০১৯ সালেই পাশ হয় ফাস্ট ট্র্যাক আদালত আইন। জেলার নজরদারি কমিটিও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু এবার প্রয়োজন সেই কমিটিগুলোকে আরও শক্তিশালী করা এবং নারী সুরক্ষার সঙ্গে জড়িত মামলার দ্রুত রায়দান।”