Don’t know how to talk to your daughter about her menstrual cycle and periods?
স্বাস্থ্য
নিজস্ব সংবাদদাতা : একবিংশ শতকে যখন মানুষের হাতে হাতে স্মার্টফোন, মানুষ পৃথিবীর বাইরে গিয়ে প্রাণের উৎস খুঁজছে। তখন আমার আপনার মতো আর ৫টা সাধারণ ঘরে পিরিয়ড বা ঋতুস্রাব নিয়ে ছুৎমার্গ চলছেই। দুর্ভাগ্যজনক হলেও সত্যি। ভেবে দেখেছেন তো আপনার ঘরে কিশোরী হতে চলা সন্তানটি এই নিয়ে কতটা জানে?কখনও তাকে বসিয়ে বুঝিয়েছেন এটা নেহাতই এক শারীরবৃত্তীয় প্রক্রিয়া, এই সময় মেয়েদের প্রতি নাক না সিঁটকিয়ে শরীরের খেয়াল রাখা উচিত?
না হলে আমার আপনার মতো সদ্য ঋতুমতি হয়ে দিশেহারা বোধ করবে। তাকে বোঝান এটা ‘শরীর খারাপ’ নয়, বরং একটি স্বাভাবিক প্রক্রিয়া। যাতে সে সদ্য ঋতুমতি হয়ে না ভেঙে পড়ে। যাতে পরিস্থিতির মোকাবিলা করতে পারে।
আজও দেশের অধিকাংশ মহিলাই ঋতুস্রাবের বিষয়ে সকলের সামনে কথা বলতে লজ্জা পান। আর তাদের মধ্যে এই লজ্জা যেন মজ্জায় মজ্জায় গেঁথে দেওয়া হয় কিশোরী বয়স থেকে। পিরিয়ডের সময় নারীদের আজও পদে পদে অস্পৃশ্যতার সম্মুখীন হতে হয়। মাথায় ঢুকিয়ে দেওয়া হয় ‘ঋতুমতি হলে তুমি অপবিত্র, সুতরাং কোনও পবিত্র কাজে সামিল হতে পারবে না’। অথচ দেশ সহ বিশ্বের একাধিক অঞ্চলেমেয়েদের ঋতুস্রাবকে শুভ হিসেবে বিবেচনা করে ধুমধাম করে পালিত হয় উৎসব।মেয়েদের প্রথম ঋতুস্রাব হলে জাঁকজমকপূর্ণ উৎসব পালন করার রেওয়াজ রয়েছে দেশের বেশ কয়েকটি রাজ্যে।
অসম: মেয়েদের প্রথম ঋতুস্রাব হলে তুলোনিয় বিয়া উৎসব পালিত হয়। বিয়ের মতো আচার অনুষ্ঠানের রীতি আছে
কর্ণাটক : মেয়েরা প্রথম ঋতুমতি হলে জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয়। সকল মহিলারা মিলে এই অনুষ্ঠানে অংশ নেন। এটি ঋতুশুদ্ধি বা ঋতুকলা নামে পরিচিত।
তামিলনাড়ু : প্রথম পিরিয়ডের উদযাপনী অনুষ্ঠান তামিলনাড়ুতে মঞ্জল নিরাতু বীজা নামে পরিচিত। অতিথিদের ডেকে দিনটি উদযাপন করা হয়। মহিলারা মিলে মেয়েটিকে স্নান করান।
ওড়িশা : প্রথম পিরিয়ডের তিন দিন ধরে পালিত হয় রাজা প্রভা
অন্ধ্রপ্রদেশ : একটি মেয়ের প্রথমবার মাসিক হলে, পিরিয়ডের প্রথম ও পঞ্চম দিনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পেডমনিশি পান্ডগা নামে পরিচিত।